বুধবার, জুলাই ১৬, ২০২৫

১২ লাখ রুপি পর্যন্ত আয়কর দিতে হবে না ভারতীয়দের

ভারতের বিজেপি সরকার আয়করে বড় ধরনের ছাড় দিয়ে আজ শনিবার পার্লামেন্টে বাজেট পেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বাজেটকে ‘আম আদমির বাজেট’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, নতুন বাজেট ভারতের জনগণের স্বপ্ন পূরণে সহায়ক হবে।

এটি নরেন্দ্র মোদির তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, যা বিশেষ করে মধ্যবিত্ত বেতনভোগী করদাতাদের জন্য স্বস্তিদায়ক। মোদি জানান, নতুন কর কাঠামো অনুযায়ী, বার্ষিক ১২ লাখ ৭৫ হাজার রুপি পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত হবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করে জানান, নতুন কর কাঠামোয় (নিউ রেজিম) ১২ লাখ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে ৫০ হাজার রুপি থেকে ৭৫ হাজার রুপি করা হয়েছে, যা করদাতাদের আরও ছাড় দেবে।

এছাড়া, উচ্চ আয়ের ব্যক্তিদের জন্যও কর ছাড় থাকছে। যাঁদের বার্ষিক আয় ৫০ লাখ রুপি, তাঁরা নতুন কাঠামোয় ১ লাখ ১০ হাজার রুপি পর্যন্ত ছাড় পাবেন।

অর্থমন্ত্রী বাজেট পেশের সময় পুরোনো কর কাঠামো (ওল্ড রেজিম) সম্পর্কে কোনো মন্তব্য করেননি এবং সেটি অপরিবর্তিত রেখেছেন। বিশ্লেষকদের মতে, এর ফলে করদাতারা দ্রুত নতুন কাঠামোর দিকেই ঝুঁকবেন এবং এটি আয়কর প্রদানের প্রধান পদ্ধতি হয়ে উঠবে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, নতুন বাজেট সরকারের রাজস্ব বৃদ্ধির চেয়ে সাধারণ মানুষের আয় ও সঞ্চয় বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিয়েছে। বাজেটের এসব উদ্যোগ দিল্লি বিধানসভার নির্বাচনের আগে বিজেপির মনোবল আরও চাঙা করবে বলে ধারণা করা হচ্ছে।

Share post:

spot_imgspot_img