মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহিম।

মেলার শেষ দিনে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে মূল্যছাড় ও নানা অফারের ছড়াছড়ি ছিল। বিক্রেতারা ক্রেতা আকর্ষণে “একটি কিনলে একটি ফ্রি”, “মেগা অফার”, “অর্ধেক দাম” ইত্যাদি অফার ঘোষণা করেন। তরুণদের মধ্যে স্যুট, কোট ও ব্লেজারের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায়, যেখানে ৬০০ থেকে ৮০০ টাকায় ব্লেজার কেনার সুযোগ ছিল।

এবারের মেলায় মোট ৩৬২টি স্টল অংশ নেয়। এর মধ্যে ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

কিছু ব্যবসায়ী লোভনীয় অফারের আড়ালে নিম্নমানের পণ্য উচ্চমূল্যে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। ক্রেতাদের অভিযোগ, কিছু স্টল বেশি দাম লিখে ডিসকাউন্টের নামে প্রতারণা করেছে। এছাড়া, বিদেশি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে নকল পণ্য বিক্রির ঘটনাও ঘটে।

মেলার শেষ দিনেও মানুষের ঢল নামে। তরুণীদের পদচারণায় মুখর ছিল প্রসাধনী ও ইমিটেশন গহনার স্টল। এছাড়া কাপড়, কসমেটিকস, ক্রোকারিজ, ইলেকট্রনিকস, গৃহস্থালি পণ্য ও খাদ্যপণ্যের স্টলেও ব্যাপক ভিড় ছিল।

এবারের মেলায় “রক্তাক্ত জুলাই-আগস্ট বিপ্লব” ও বিপ্লবীদের স্মরণে তিনটি বিশেষ স্টল—“জুলাই চত্বর”, “ছত্রিশ চত্বর” ও “ইউথ প্যাভিলিয়ন” রাখা হয়। দর্শনার্থীদের এসব স্টলে বিপ্লবের নানা স্লোগান, গ্রাফিতি ও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

মেলার শেষ দুই দিনে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে কয়েকটি মারামারির ঘটনা ঘটে। শুক্রবার যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় দর্শনার্থীদের হামলায় আহত হন। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এটি প্রথমবারের মতো হামলার ঘটনা বলে জানা গেছে।

বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার জানান, এবারের বাণিজ্য মেলায় প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০ হাজার মানুষ প্রবেশ করেছে, যা আশানুরূপ। মেলা ব্যবসায়িকভাবে সফল হয়েছে এবং পূর্বাচলের স্থায়ী ভেন্যু ক্রেতা-দর্শনার্থীরা ভালোভাবেই গ্রহণ করেছে।

Share post:

spot_imgspot_img