বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের সংশোধিত তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় ধন্যবাদ জানিয়েছেন লেখক-গবেষক ড. মোহাম্মদ হাননান। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি।
বিবৃতিতে বলা হয়, “দীর্ঘ ৪০ বছর ধরে লেখালেখি করছি। সব মিলিয়ে আমার প্রকাশনা সংখ্যা এখন ১৩৪টি। ১৯৯১ সালে আমার লেখা “বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস” প্রকাশিত হয়। পরবর্তীকালে মুক্তিযুদ্ধ নিয়ে আরও কাজ করি। ২০২৩ সালে প্রকাশিত হয় “বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে আলেম সমাজের ভূমিকা” শীর্ষক গ্রন্থ। তথ্যগুলো দিলাম এ জন্য যে আমার সম্পর্কে মানুষ খুব কমই জানে।”
বিবৃতিতে আরও বলা হয়, “দীর্ঘসময় ধরে লিখলেও রাষ্ট্রীয় কোনো পুরস্কারের জন্য মনোনীত হইনি, গত ১৬ বছরেও না। এ বছর আমার জন্য বাংলা একাডেমি পুরস্কার ঘোষণার পর আমার নাম বাদ দেওয়ায় আমি যে সলহীন, গোত্রহীন একজন লেখক তা প্রমাণিত হয়েছে। আমি এজন্য স্বস্তি অনুভব করছি।”
পুরস্কারের তালিকা থেকে নিজের নাম বাদ যাওয়ায় কারো প্রতি কোনো অভিযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।