‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃষক দিবস পালন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বাকৃবি সম্প্রপ্রসারণ কেন্দ্র (বাউএক)-এর উদ্যোগে আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এ দিবস পালন করা হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রলসারণ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাউএক-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন।
দিবসটি উদযাপন উপলক্ষে বাউএক-এর তত্ত্বাবধানে থাকা ৩০০ কৃষকের মধ্যে থেকে ৬ জন সফল কৃষক-কৃষাণীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। আয়োজনে একটি বর্ণাঢ্য কৃষক র্যালি, সেমিনার এবং বাকৃবির খামারসমূহ পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের জন্য দিনটি শুধু সম্মান পাওয়ারই নয়, তাদের চাহিদা ও অভিজ্ঞতা প্রকাশের একটি সুযোগ তৈরি করবে। কৃষকরা সরাসরি জানাবেন মাঠ পর্যায়ে কী ধরনের প্রযুক্তি ও সুবিধা তারা চান। তাদের অভিজ্ঞতা এবং চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে ‘নিড বেইজড প্রযুক্তি’ উদ্ভাবনে কাজ করা হবে বলে জানিয়েছেন বাউএক পরিচালক।