মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘কৃষক দিবস’ পালন করবে বাকৃবি

‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃষক দিবস পালন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বাকৃবি সম্প্রপ্রসারণ কেন্দ্র (বাউএক)-এর উদ্যোগে আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এ দিবস পালন করা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রলসারণ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাউএক-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন।

দিবসটি উদযাপন উপলক্ষে বাউএক-এর তত্ত্বাবধানে থাকা ৩০০ কৃষকের মধ্যে থেকে ৬ জন সফল কৃষক-কৃষাণীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। আয়োজনে একটি বর্ণাঢ্য কৃষক র‌্যালি, সেমিনার এবং বাকৃবির খামারসমূহ পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের জন্য দিনটি শুধু সম্মান পাওয়ারই নয়, তাদের চাহিদা ও অভিজ্ঞতা প্রকাশের একটি সুযোগ তৈরি করবে। কৃষকরা সরাসরি জানাবেন মাঠ পর্যায়ে কী ধরনের প্রযুক্তি ও সুবিধা তারা চান। তাদের অভিজ্ঞতা এবং চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে ‘নিড বেইজড প্রযুক্তি’ উদ্ভাবনে কাজ করা হবে বলে জানিয়েছেন বাউএক পরিচালক।

Share post:

spot_imgspot_img