মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

পাবিপ্রবিতে ‘উয়ারী বটেশ্বর’র নবীনবরণ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি ‘উয়ারী বটেশ্বর’র ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ের তৃতীয় তলায় নরসিংদী জেলা থেকে আগত শিক্ষকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. ফারুক গাজী, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক রাফায়েত ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি, পাবিপ্রবির সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান সাইফ সহ সংগঠনটির সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান সাইফ। এরপর ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয় নবীন শিক্ষার্থীদের।

রাফায়েত ইসলাম তার বক্তব্যে বলেন, রাজনৈতিক কোনো প্রভাব জেলা সমিতিতে আসতে দেয়া যাবে না, এটি একটি অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক ভাবেই এটি পরিচালনা করতে হবে।

তিনি আরো বলেন, জেলা সমিতিতে কে কোন দায়িত্বে আছে সেটা ব্যাপার না, সবাইকেই যায় যার অবস্থান থেকে সমিতির কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করতে হবে।

মো. ফারুক গাজী তার বক্তব্যে বলেন, সংগঠনটির মূল উদ্দেশ্য সদস্যদের মাঝে ঐক্য তৈরি করা। নিজেদের মাঝে ঐক্য তৈরি করে সংগঠনটির কার্যক্রম চালিয়ে যেতে হবে। এর মাধ্যমেই নরসিংদী জেলাকে সবার সামনে তুলে ধরতে হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক তাসনিনুল হাসান সাইফ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই অনুষ্ঠানকে সার্থক করেছে। নবীনদের উদ্দেশ্যে বলেন, জেলা সমিতি হচ্ছে সামাজিকতা ও সাংগঠনিক কাজ শেখার জায়গা।

এসময় তিনি জেলা সমিতির কার্যক্রম অংশগ্রহণ করে নিজের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।

এরপর সংগঠনটির সদস্য স্থাপত্য বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মহিবুর রহমানের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব অনুষ্ঠিত হয়।

Share post:

spot_imgspot_img