মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

চোর সন্দেহে পিটুনি, শেষে মারাই গেলেন সেলিম

পিরোজপুরের ভান্ডারিয়ায় চোর সন্দেহে স্থানীয়‌দের গণপিটুনিতে সেলিম শাহ (৫০) নামে একজন মারা গে‌ছেন। ভান্ডা‌রিয়া উপ‌জেলার পশারীবু‌নিয়া গ্রা‌মে শনিবার রা‌ত ৩ টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

নিহত শাহ আল‌মের পুত্র জ‌সিম ব‌লেন, শ‌নিবার রাত ১১ টার দি‌কে আমার আব্বা‌কে বা‌ড়ি থে‌কে দু জন লোক ডে‌কে নিয়ে যায়, রা‌তে তার মোবাইল আমরা বন্ধ পাই, প‌রে সকা‌লে স্থানীয়রা আমা‌দের জানায় আমার আব্বার লাশ মালাকার বা‌ড়ির পাশ প‌রে র‌য়ে‌ছে। যে বা‌ড়ি‌তে আমার আব্বাকে হত্যা করা হয়েছে তাদের সাথে আব্বার ঝামেলা ছিল জানতাম।

স্থানীয় মো শ‌হিদুল ইসলাম ফি‌রোজ মালাকার ব‌লেন, গত রাতে ৩ টার দিকে আমার ঘ‌রে সিং কে‌টে দুই জন লোক প্রবেশ করার চেষ্টা কর‌লে আমরা চিৎকার ক‌রি। চিৎকা‌রে পাশের বা‌ড়ির লোক এসে দুইজনের একজনকে ধরে ফেলে। এরপর এলাকাবাসী এসে পিটুনি দিলে সে মারা যায়, আরেকজন পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হয়।

ইউপি সদস্য পলাশ মিত্র ব‌লেন, রা‌তে আমার ওয়া‌র্ডের এক বা‌ড়ি‌তে দুই জন লোক প্রবেশ ক‌রে‌ছে , তা‌দের একজন‌কে তারা ধর‌তে সক্ষম হয় আমি পু‌লিশ‌কে খবর দি‌তে ব‌লি। কিন্তু সকালে শু‌নি গন‌পিটু‌নি‌তে সে মারা গে‌ছে।

ভান্ডা‌রিয়া থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন ব‌লেন, আমরা সেলিম শাহ এর লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তে‌র জন্যে ম‌র্গে প্রেরন ক‌রেছি এবং তার প‌রিবার‌কে থানায় আসতে ব‌লে‌ছি।

Share post:

spot_imgspot_img