মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে জার্মান নাগরিকের বিশ্ব রেকর্ড

পানির নিচে টানা ১২০ দিন বসবাস করে বিশ্ব রেকর্ড গড়েছেন জার্মান মহাকাশ প্রকৌশলী রুদিগার কোচ। পানামার উপকূলে সমুদ্রের তলদেশে একটি বিশেষভাবে নির্মিত ক্যাপসুলে দিনগুলো কাটান তিনি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কোচের এই ক্যাপসুল আধুনিক জীবনের প্রায় সব সুবিধা নিয়ে তৈরি, যেখানে ছিল বিছানা, টয়লেট, টেলিভিশন, কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবস্থা। পানামার উত্তর উপকূল থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে সমুদ্রের ১১ মিটার গভীরে স্থাপিত ছিল এটি।

এ ক্যাপসুলটি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পেত, সঙ্গে ছিল ব্যাকআপ জেনারেটর। তবে গোসলের কোনো ব্যবস্থা ছিল না। খাবার, দর্শনার্থী এবং ডাক্তারদের জন্য অন্য একটি সংযুক্ত চেম্বার ছিল, যেখানে সরু সিঁড়ি দিয়ে যাওয়া যেত।

কোচ তার অভিজ্ঞতাকে “জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার মতো” বলে উল্লেখ করেছেন। তিনি জানান, “বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য সমুদ্র টেকসই বাসস্থানের বিকল্প হতে পারে।”

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে কোচ জানান, “এটি ছিল একটি অসাধারণ অ্যাডভেঞ্চার। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। তবে এটি শেষ হয়ে যাওয়ায় কিছুটা হতাশাও কাজ করছে।”

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক সুসানা রেইসের উপস্থিতিতে কোচ পানির নিচে তার ৩০ বর্গমিটারের বাসস্থান থেকে বের হয়ে আনুষ্ঠানিকভাবে রেকর্ড গড়েন। এর আগে ১০০ দিন পানির নিচে থাকার রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের জোসেফ দিতুরির দখলে।

কোচের এই সফল অভিযানের মাধ্যমে তিনি দীর্ঘ সময় পানির নিচে বসবাসের রেকর্ড নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এটি সমুদ্রকে বাসস্থান হিসেবে ব্যবহারের ভবিষ্যৎ সম্ভাবনার দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে।

Share post:

spot_imgspot_img