যুক্তরাষ্ট্রের সিনেট শুক্রবার সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের সাবেক কো-হোস্ট পিট হেগসেথের মনোনয়ন চুড়ান্ত করেছে, খবর এএফপি’র।
তিনজন রিপাবলিকান সিনেটর ডিফেন্স সেক্রেটারি হিসাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথের বিরুদ্ধে ভোট দেয়। ফলাফল দাড়ায় ৫০-৫০। প্রয়োজন পড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভোটের। এটা আমেরিকার ইতিহাসে ঘটা যাওয়া দ্বিতীয় ঘটনা যেখানে ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত একজন কেবিনেট সদস্যকে উদ্ধার করতে হল।
৪৪ বছর বয়সি পিট হেগসেথ আর্মি ন্যাশনাল গার্ডের একজন সাবেক অফিসার। যিনি কিছুদিন আগেও প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের টিভি চ্যানেল ফক্স নিউজে কো-হোস্ট হিসাবে কাজ করেছেন। হেগসেথ আফগানিস্তান এবং ইরাকে আমেরিকার পক্ষে যুদ্ধ করেছেন।
শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প হেগসেথের ব্যাপারে সাংবাদিকদের বলেছেন, হেগসেথ একজন ভাল মানুষ।
ডোনাল্ড ট্রাম্প মনোনীত এএফবিআই-এর ক্যাশ প্যাটেল, জাতীয় গোয়েন্দা সংস্থার তুলসি গ্যাবার্ড এবং স্বাস্থ্য ও মানব সেবা সেক্রেটারি রবার্ট কেনেডি জুনিয়রের ব্যাপারে সামনে সপ্তাহে কংগ্রেসে শুনানি অনুষ্ঠিত হবে।