বুধবার, জুলাই ১৬, ২০২৫

ছিল না জামা কেনার টাকা, থাকতেন ভাড়া বাড়িতে, কেমন ছিল শাহিদের দিনগুলি?

বলিউডের প্রথম সারির অভিনেতার মধ্যে একজন শাহিদ কাপুর। এই অভিনেতার ‘দেবা’ সিনেমা আগামী ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। এই অ্যাকশন থ্রিলারে শাহিদকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ কিছু সিনেমায় তাঁর নজরকাড়া অভিনয়। প্রশংসাও পেয়েছেন ভক্তদের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, অভিনেতা ইন্ডাস্ট্রিতে পা রাখার সময়ে তাঁর সংগ্রামের কথা জানিয়েছেন। চারপাশের লোকেরা কীভাবে তাঁকে ছোট করার চেষ্টা করেছেন। কতটা নিচু দেখানোর চেষ্টা করেছেন, সবটা তুলে ধরেছেন অভিনেতা।

পঙ্কজ কাপুর এবং নীলিমা আজিমের ছেলে হওয়া সত্ত্বেও, শাহিদের ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে যে এত কঠোর সংগ্রাম করতে হবে, এটা অনেকেই ভাবতে পারেন না। অভিনেতা বলেন, একটা সময় তিনি ভাড়া বাড়িতে থাকতেন। এবং একটা সুযোগের আশায় একের পর এক অডিশন দিয়ে গিয়েছেন।

শাহিদের কথায়, ‘আমার বাবা একজন নামজাদা অভিনেতা এবং আমার মা তাঁর ১৫ বছর বয়স থেকে পরিচিত নৃত্যশিল্পী। তারপরেও আমি ভাড়া বাড়িতে কাটিয়েছি। একটা সময় বহু অডিশন দিয়েছি। তাই আমায় আলাদা করে কেউ কিছু করে দেয়নি কখনও।’

বলিউডে স্ট্রাগলের বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করতে গিয়ে শাহিদ বলেন, ‘কিছু লোক BMW-তে চড়ে সংগ্রাম করেন, তাঁরা দেশের শীর্ষ দুই-তিনজন পরিচালকের সঙ্গে কাজ করেই ক্যারিয়ার শুরু করেছেন। আর আমি জনপ্রিয় পরিবারে জন্মেও, ২৫০টি অডিশন দেওয়ার পর একটা সুযোগ পেয়েছি।’

শাহিদ বরাবরই তাঁর অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য প্রশংসিত। তবে এমন একটা সময় ছিল যখন তাঁর কাছে জামা-কাপড় কেনার টাকা ছিল না। তিনি বলেন, ‘আজ লোকে শাহিদের দারুণ ফ্যাশন সেন্স আছে বলে প্রশংসা করেন, মাঝে মাঝে আমি এই কথাগুলো শুনে হাসি। কারণ, আমার মনে আছে একটা সময় আমার কাছে জামা-কাপড় কেনার মতো টাকাও ছিল না।’

সেই সময়টা শুধুমাত্র শারীরিক নয়, মানসিক যন্ত্রণায় কেটেছে অভিনেতার। তবু তিনি এই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন। তাই হয়তো সুদিন এসেছে বলে তিনি মনে করেন।

Share post:

spot_imgspot_img