ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহ্যবাহী লাঠিখেলা হয়েছে। উপজেলার মনতলায় অবস্থিত ‘তিতাস সেতু’ সংলগ্ন মাঠে লাঠি খেলা দেখতে দূর-দূরান্ত থেকে এসে দর্শকরা ভিড় জমান।
স্থানীয় অনলাইনভিত্তিক নবীনগর লাইভ টিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (২৫ জানুয়ারি) এই লাঠি খেলার আয়োজন করা হয়।
খেলা উপলক্ষে সকাল থেকেই ঢাক-ঢোলের বাজনা বাজিয়ে ও বিভিন্ন গানের তালে তালে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। খেলা চলাকালে দেখা যায়, ধুতির মতো কুঁচি দিয়ে ধবধবে সাদা পোশাক পরিহিত খেলোয়াড়রা ওই লাঠি খেলায় অংশ নেন।
এ সময় দর্শকরা করতালি দিয়ে উপজেলার কুড়িঘরের লাঠিয়ালদের উৎসাহ দেন।
নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও আয়োজক সোহেল খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ লাঠিখেলার উদ্বোধন করেন ব্যবসায়ী কাজী নাজমুল হোসেন তাপস।