বুধবার, জুলাই ১৬, ২০২৫

আওয়ামী লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক, আটক ৮

জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে গোপন বৈঠককালে আটজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌরসভার পাথালিয়া এলাকায় ছানুর বাড়ি থেকে সদর থানা পুলিশ তাদের আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আতিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আটকরা হলেন, পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫), মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো.হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও ছানুর অফিস সহকারী রাশেদুল ইসলাম (৩৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে শামীম (৩৮) এবং বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্র দের ছেলে বিজয়।

Share post:

spot_imgspot_img