বুধবার, জুলাই ১৬, ২০২৫

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- অটোরিকশা চালক মনিরুল মান্নান, ফিরোজ, তার স্ত্রী শারমিন ও ছয় মাস বয়সী শিশু জাহিদ। নিহত আরেক যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেকুয়া থেকে চট্টগ্রামগামী অটোরিকশাটি হাজীবাজার এলাকায় আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

ধাক্কায় অটোরিকশাটি গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে।

Share post:

spot_imgspot_img