বুধবার, জুলাই ১৬, ২০২৫

ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের ক্লাউড চুক্তি ভাঙতে যুক্তরাষ্ট্রকে গুগলের অনুরোধ

গুগল তার ক্লাউড সার্ভারে ওপেনএআই-এর প্রযুক্তি হোস্ট করার জন্য মাইক্রোসফটের একচেটিয়া চুক্তি ভেঙে ফেলার জন্য মার্কিন সরকারকে অনুরোধ করেছে বলে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে।

সরাসরি জড়িত এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্তৃত তদন্তের অংশ হিসেবে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন গুগলকে মাইক্রোসফটের ব্যবসায়িক কর্মনীতি নিয়ে জিজ্ঞাসা করার পর এই কথোপকথন হয়।

প্রতিবেদনে বলা হয়, গুগল ও অ্যামাজনের মতো ক্লাউড সার্ভার ভাড়া দেওয়ার ক্ষেত্রে মাইক্রোসফটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও ওপেনএআইয়ের মডেলগুলো হোস্ট করতে চায়, যাতে তাদের ক্লাউড গ্রাহকরা স্টার্টআপের প্রযুক্তিতে প্রবেশের জন্য মাইক্রোসফটের সার্ভারে প্রবেশ করতে না পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কোম্পানি মাইক্রোসফটের মাধ্যমে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই-এর প্রযুক্তি কিনে নেয় তারা যদি ইতিমধ্যে তাদের কার্যক্রম পরিচালনার জন্য মাইক্রোসফটের সার্ভার ব্যবহার না করে তবে তাদের অতিরিক্ত চার্জের মুখোমুখি হতে পারে।

Share post:

spot_imgspot_img