বুধবার, জুলাই ১৬, ২০২৫

কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে পারে : ডোনাল্ড ট্রাম্প

দূরদেশ ডেস্ক

কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্যে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সোমবার (২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের বাসভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প জাস্টিন ট্রুডোকে উদ্দেশ্য করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক যদি দুই দেশের বাণিজ্য ও অভিবাসন সমস্যা সমাধান না করে কানাডার অর্থনীতিকে ধ্বংস করে ফেলে, তাহলে কানাডার উচিত হবে যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য হয়ে যাওয়া।’

ট্রাম্প সপ্তাহ খানেক আগে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দেন। ঘোষণার পরই কোনো আগাম বার্তা না জানিয়েই জাস্টিন ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান। ফ্লোরিডায় বৈঠক করেন দুই নেতা। শুল্ক, বাণিজ্য ঘাটতি ও সীমান্ত নিরাপত্তার বিষয়গুলোই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ট্রাম্প এই আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন।

Share post:

spot_imgspot_img