বুধবার, জুলাই ১৬, ২০২৫

বিজয়ের চেতনায় বিশ্বরঙ

বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে জেগে উঠেছিল এক নতুন দেশের মানচিত্র, যার নাম বাংলাদেশ। বিজয়ের আনন্দে প্রতিবছর আমরা এ দিনটিকে স্মরন করি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। শীতের আগমনে বিশ্বরঙ বিজয় দিবসে নিয়ে এসেছে ভিন্নতা।

ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘আমরা সবসময়ই পোশাক ডিজাইন ও চিন্তভাবনায় দেশীয় ঐতিহ্য ও গর্ব করার মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের জীবনে একটি গর্বের বিষয়। তাই বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও বিজয়ের পোশাক নিয়ে বিশেষ আয়োজন করেছে বিশ্বরঙ।’

মুক্তিযুদ্ধ বিষয়ক ডাক টিকিট, মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা, ছবি, জাতীয় ফুল শাপলা ও স্মৃতিসৌধ এবারের আয়োজনের পোশাকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহৃত হয়েছে। পোশাকে রঙ হিসেবে লাল ও সবুজ বেশি গুরুত্ব পেয়েছে।

এবারের আয়োজনে শাড়ী, পাঞ্জাবী, মেয়েদের টপস, সালোয়ার কামিজ, টি-শার্ট রয়েছে। এছাড়া শিশু-কিশোরদের জন্য রয়েছে পাঞ্জাবী, শাড়ী, টি-শার্ট, ফোরাক ও সালোয়ার কামিজ। বিজয়ের দিনটিকে সুন্দরভাবে উদযাপন করার জন্য পোশাকের দাম গ্রাহকের হাতের নাগালেই রেখেছেন বলে জানান বিপ্লব সাহা।

পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে মোটা সুতি ও খাদি কাপড়। লাল-সবুজ রঙের মাধ্যমে দেশীয় ভাবনার পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে এসেছে অনুষঙ্গ হিসেবে। কাজের মাধ্যম হিসেবে রয়েছে টাই-ডাই, ব্লক, বাটিক, এপলিক, কাটওয়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।

Share post:

spot_imgspot_img