বুধবার, জুলাই ১৬, ২০২৫

ইবির লেকে শহীদ মীর মুগ্ধের প্রতিকৃতি স্থাপন করা হবে : ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত মুগ্ধ সরোবর) লেকে জুলাই বিপ্লবের শহীদ মীর মুগ্ধের একটি প্রতিকৃতি স্থাপন করা হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজ সোমবার (২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মুগ্ধ সরোবর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, মুগ্ধ সরোবর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর সেখানে পর্যাপ্ত পানি নেয়া হবে এবং মাছের পোনা ছাড়া হবে। এভাবে সরোবরটিকে দর্শনীয় স্থানে পরিণত করা হবে। একটা মুগ্ধের প্রতিকৃতি স্থাপন বানাবো- বিপ্লবে পানি পানি বলে ডাক দেওয়ার দৃশ্যটা অর্থাৎ পানির বোতল সহ এখানে প্রতিকৃতি স্থাপন করা হবে, যাতে স্মৃতি সংরক্ষণ থাকে।

উপাচার্য আরও বলেন, লেকটা নিট এন্ড ক্লিন রাখতে পর্যাপ্ত ডাস্টবিন রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসেবে পরিচিতি লাভ করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাজার পরিদর্শক আসুক তবে নিয়ন্ত্রিতভাবে বা সুন্দরভাবে আসুক।

‘আমি মনে করি এই লেক সৌন্দর্যের একটা অংশ। আমরা এই সৌন্দর্যকে ধারণ করবো এবং সৌন্দর্যকে রক্ষার চেষ্টা করবো যতদূর সাধ্য। আমরা সুন্দরের পূজারী, সুন্দর প্রতিষ্ঠিত হোক, আগামী দিনেও আমরা সুন্দরের সেবা করি-এটিই আমাদের কাজ হোক’, যোগ করেন তিনি।

Share post:

spot_imgspot_img