বুধবার, জুলাই ১৬, ২০২৫

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করে যাচ্ছে জামায়াত : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী বৈষম্যহীন দেশ গড়তে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাতে যশোরের চাঁচড়া মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ গড়তে এদেশের ছাত্র-জনতা গুলির সামনে বুক পেতে দিয়েছিল। জুলাই-আগস্টে শহীদেরা জাতীয় বীর। জামায়াতে ইসলামী বৈষম্যহীন দেশ গড়তে কাজ করে যাচ্ছে।’

‘জামায়াত ক্ষমতায় গেলে সাড়ে ১৫ বছর ধরে যারা নানান ধরনের অপরাধ করেছে তাদের বিচার করা হবে’, যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতের নেতা-কর্মীদের উপর এমন কোনো জুলুম নেই যা করেনি। একপর্যায়ে জামায়াতকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখুন। জামায়াত দুঃখের দিনে মানবতার পাশে ছিল, আগামীতেও থাকবে।’

যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বিশাল পথসভায় বক্তৃতা রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর ও সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।

Share post:

spot_imgspot_img